রাজনীতি

আওয়ামী লীগের সমাবেশ শুরু, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ১০:১২:১০

0Shares

শেয়ার করুন

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। আজ বেলা তিনটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। সমাবেশমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারাও। এখন বক্তব্য রাখছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এদিকে ব্যানার-ফেস্টুন হাতে একের পর এক মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতকার্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। তবে বৃষ্টির কারণে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে নেতাকর্মীদের। বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। এছাড়া রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

 

ইতিমধ্যে জিপিও, গুলিস্তান ও স্টেডিয়াম এলাকায় লোকারণ্য হয়ে পড়েছে। এদিকে সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content