রাজনীতি

কৃষিমন্ত্রীকে এক দফার লিফলেট দিলেন বিএনপি নেতা!

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ২:৩৬:৪৫

শেয়ার করুন

 

প্রতিনিয়ত নানা কর্মসূচিতে সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। আবার বিএনপির সমালোচনায়ও মুখর থাকেন সরকারি দলের নেতারা। অন্যদিকে কর্মসূচি পালনকে কেন্দ্র করে কখনো কখনো সংঘর্ষের ঘটনাও দেখতে হয় সাধারণ মানুষকে। ফলে রাজনীতিবিদদের মধ্যে যেন প্রায় মুখ দেখাদেখি বন্ধ অবস্থা! তবে কালেভদ্রে এর উল্টো চিত্রও দেখা যায়। তেমন চিত্র দেখা গেল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের মধ্যে। এক মসজিদে দুজন ভিন্ন জায়গায় নামাজ শেষে ফটকে দেখা হওয়ার পর সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির এক দফা লিফলেট তুলে দেন কৃষিমন্ত্রীর হাতে। বিএনপি নেতার দেওয়া লিফলেট হাসিমুখে গ্রহণ করেন সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। তখন দুজনকে হাসিমুখে দেখা যায়।

শুক্রবার (২১ জুলাই) রাজধানীর সার্কিট হাউজ মসজিদের ফটকে জুমার নামাজের পর এমন ঘটনা ঘটে। এসময় কৃষিমন্ত্রীকে একহাতে বিএনপির লিফলেট হাতে অন্যহাত দিয়ে ফজলুল হক মিলনের হাত ধরে রাখতে দেখা যায়। তখন আশপাশের বিএনপি নেতাকর্মী ও মুসুল্লিদেরও সবার চোখেমুখে আনন্দ ভেসে উঠতে দেখা যায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ফজলুল হক মিলন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবিতে আমাদের লিফলেট বিতরণের দিন ধার্য ছিল আজ। আমার বাসা সার্কিট হাউজ রোডে। মন্ত্রী আব্দুর রাজ্জাক ভাইও এই মসজিদে নামাজ পড়েন। নামাজ শেষে তার সঙ্গে দেখা হওয়ার পর লিফলেট তুলে দেই। তিনি হাসিমুখে লিফলেটটি গ্রহণ করেছেন।

কী আছে বিএনপির লিফলেটে?

‘শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে সারাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ।’

দেশবাসীর উদ্দেশে এতে লেখা হয়েছে, ‘আওয়ামী কুশাসনে দেশ আজ বিপর্যস্ত। মানুষ ভোটের অধিকার, কথা মত প্রকাশের অধিকার হারিয়েছে। চাল, ডাল, চিনি, কাঁচামরিচ, সার, নিপু, তেলসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মানুষের বেঁচে থাকা দায়। সর্বগ্রাসী দুর্নীতি আর ভয়াল জঙ্গলের রাজত্ব থেকে দেশ ও মানুষকে বাঁচাতে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে।’

‘আসুন, বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলোর এক দফা আন্দোলন সফল করতে রাজপথে ঝাঁপিয়ে পড়ি। আসুন, স্বৈরাচারী শেখ হাসিনার মদদে দেশব্যাপী খুন, জখম ও সন্ত্রাসের অবসান ঘটানো। এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের নোংরা চাতুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।’

এতে আরও বলা হয়, ‘শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনের এক দফা দাবিতে চলমান আন্দোলন জোরদার করুন এবং দলে দলে যোগদিন।’

গত ১২ জুলাই ঢাকায় সমাবেশ থেকে সরকার পতনের এক দফার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শুরুতে দেশজুড়ে পদযাত্রার কর্মসূচি দিলেও ধীরে ধীরে কঠোর কর্মসূচির দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content