গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের বকুল, একই এলাকার নর্দানগর গ্রামের সুলতান এবং টঙ্গীর গোপালপুর এলাকার সবুজ। আহতরা হলেন- নয়ন এবং মাহাতাব। তাদের টঙ্গীর শহীদ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সকাল থেকে ওই এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণকাজ চলাকালীন পার্শ্ববর্তী একটি চারতলা বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে মাহাতাবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ