সারাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৩ , ১১:১৬:১৯

শেয়ার করুন

মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জিয়া সাইবার ফোর্স এর উপদেষ্টা তানভীর আহমেদ রবিনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৫ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এ সংক্রান্ত এক চিঠিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

গত ২২ মে গ্রেফতারের পর থেকে কারাবন্দি আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

রুহুল কবির রিজভী সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাকে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে নির্দেশক্রমে দায়িত্ব দেওয়া হলো।

অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content