নির্বাচন

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত-আরাফাত

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৬:১১:৫৯

0Shares

শেয়ার করুন

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেছেন, জয়ের বিষয়ে আমি খুব আশাবাদী। মানুষ ভোট কেন্দ্রে আসলে নৌকা ছাড়া ভোট দেবে না, তাই বিজয় সুনিশ্চিত। আজ বেলা ১১টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ মন্তব্য করেন। ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে ভোটার আসেনি। এছাড়া গুলশান-বনানীর মানুষ এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠে। কিন্তু কালাচাঁদপুর, ভাসানটেক ও কড়াইলে ভোটার উপস্থিতি ভালো।

তিনি বলেন, কম সময়ে নির্বাচন হলে মানুষের অনীহা থাকে। আমরা সবসময় চেষ্টা করেছি- মানুষকে ভোটকেন্দ্রে আসার জন্য, মানুষের মধ্যে আগ্রহ তৈরির। নৌকার বিজয় নিয়ে চিন্তা নেই। চারপাশে শুধু নৌকার ভোটার।

তাই মানুষ ভোটকেন্দ্রে আসলে নৌকা ছাড়া ভোট দেবে না।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content