ঘরের মাঠে ভারতীয় নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে আজ ইতিহাসের জন্ম দিয়েছেন ওপেনার ফারজানা হক। ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী এ ম্যাচে টাইগ্রেস ওপেনারের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৫০ ওভার শেষে বাঘিনীরা ২২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল ভারত। কিন্তু স্বাগতিক স্পিনারদের ঘূর্ণি জাদুতে শেষ দিকে আশা জাগায় নিগার সুলতানার দল। তবে শেষ ওভারের নাটকীয়তায় ভারত ২২৫ রানে অলআউট হয়ে গেলে টাই হয়ে যায় ম্যাচ। ফলে ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ