চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে রেশমা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোসলেমা খাতুন (১৪) নামের আরও এক কিশোরী নিখোঁজ হয়।
শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত রেশমা খাতুন চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের রেহসান আলীর মেয়ে। আর মোসলেমা খাতুন একই এলাকার কটাপাড়া গ্রামের মো. গুমানির মেয়ে। তারা সম্পর্কে ফুফাতো-মামাতো বোন।
স্থানীয় বাসিন্দা সারোয়ার জাহান জানান, বেলা সাড়ে ১১টার দিকে নদীর পশ্চিম ঘাটে গোসলে নামে রেশমা ও মোসলেমা। এ সময় নদীর স্রোতে দুজনই ডুবে যায়। এলাকাবাসী ঘটনার প্রায় ২ ঘণ্টা পর রেশমার মরদেহ উদ্ধার করলেও এখনও নিখোঁজ মোসলেমা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ মোসলেমার মরদেহের সন্ধানে রাজশাহীর ডুবুরি দল কাজ করছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ