জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে সাবেক সেনাসদস্যর নিজ বাড়িতে হামলা করেছে একদল দূর্বৃত্তরা। জানা যায়,দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন ব্যক্তি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। অবশেষে, প্রকাশ্য চাঁদা দাবি করে চিহ্নিত এই সন্ত্রাসী দল। পরে চাঁদা না দেওয়ায় পটুয়াখালী জেলার বাউফল থানার আদাবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তার বাড়িতে হামলা চালায়। অভিযুক্তরা হলেন, আবু বক্কর সিদ্দিক পিতা,মৃত চাঁন মিয়া, নিয়ামুল ইসলাম সুজন পিতা, মৃত চাঁন মিয়া, আল আমিন মৃধা পিতা, সানু মৃধা,শামিম মৃধা পিতা, সানু মৃধা ও শফিক মৃধা পিতা,সানু মৃধা। এই হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বরাত দিয়ে বাদী আব্দুল মতলেব মৃধা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। বাড়ি থেকে উৎখাত করার উদ্দেশ্য মামলার আসামী পক্ষ তার পরিবারের উপর ভয়ভীতি প্রদর্শন সহ নানাবিধ সমস্যা করে। আইনের আশ্রয় নেওয়ায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ