প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ৯:০৭:৪২
বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির সমাবেশ। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সড়কের উপর বসে বৃষ্টিতে ভিজে শীর্ষনেতাদের বক্তব্য শুনছেন সমাবেশে আসা নেতাকর্মীরা। এদিকে ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ এলাকায় আসছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইতিমধ্যে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। লোকারণ্য হয়ে পড়েছে পুরো এলাকা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ সমাবেশ চলছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন।