আজকের সমাবেশে গিয়ে অন্যরকম একটা অনুভূতি আমার হয়েছে, যা বিগত বছর গুলিতে বা সময়ে গিয়ে হয়নি৷ সোহেল ভাই ( যুগ্ম মহাসচিব-বিএনপি) বললেনই -" আজকের সমাবেশটা একটু আলাদা৷
হা, আমার কাছেও সেইরকমই মনে হয়েছে৷ একটু পর পরই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে সবাই একাকার! তারপরেও বৃষ্টির মধ্যেই বসে ছিলো হাজারো-লাখো মানুষ, কেউ মাঠ /রাজপথ ছেড়ে যায়নি৷
তাছাড়া ২টার পর থেকে ঢাকা ও আশপাশের জেলার সাধারন মানুষের উপস্হিতি ছিলো চোখে পরার মতন৷ ১৫ বছর পর মাইকিং করে ঢাকার জনসভার বার্তা জনগনের কাছে পৌঁছানোটা এক্ষেত্রে বেশ ভূমিকা রেখেছে মনে হলো৷ মানুষের মনের ভয়টা কেটেছে৷ সর্বোপরি বিএনপির ১৪/১৫ বছর ক্ষমতার বাইরে থাকলেও জনগনের পালসটা ধরতে পেরেছে বলেই আমার কাছে মনে হয়েছে৷ সাধারন মানুষের উপচে পরা এই অস্বাভাবিক ভীড় আমি বিএনপি'র ১০ ডিসেম্বরের গোলাপবাগের জনসভায়ও দেখিনি৷
সাধারণ মানুষের ভালবাসার সংগঠনের আরেক নাম যে-বিএনপি এই অনুভূতিটা আজকে আবার অনুভব করলাম৷
[caption id="attachment_3635" align="alignnone" width="238"] ছবিঃ- গতকাল ১২ জুলাই,২৩ - ১ দফা ঘোষনার সমাবেশে একজন কিশোর বিএনপি সমর্থক (প্রতিবন্ধী) অংশ নেন। যার দুটি পা অর্ধেকই নাই৷[/caption]
গাজী সালাহউদ্দীন
সাধারণ সম্পাদক- টংগী পূর্ব মেট্রো থানা বিএনপি।
সিনিয়র যুগ্ন-আহ্বায়ক-গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ