মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন ফেনীর নজরুল বিন মাহমুদুল। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান।
নজরুল বিন মাহমুদুল ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে।
দীর্ঘদিন যাবত তিনি ফেনীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যমের সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল পরিবেশের সোনালী বার্তার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জাতীয় দৈনিক খোলা কাগজ এবং ফেনী থেকে প্রকাশিত দৈনিক স্টার লাইনের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বিগত বছরে পরিবেশ বন্ধু পদকে ভূষিত হন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ