জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার রেকর্ড-ব্রেকিং স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। একইসঙ্গে মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়ান ব্যাটার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার মাসসেরা হয়েছেন। এর মাধ্যমে অনন্য এক রেকর্ড গড়েছেন গার্ডনার। এ নিয়ে তিনবার তিনি এই পুরস্কার জিতেছেন। যা ক্রিকেট ইতিহাসে প্রথম।
ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হয়েছে। যেখানে অপরাজিত চ্যাম্পিয়ন লঙ্কানরা। দলটির হয়ে রেকর্ড-ভাঙা পারফর্ম করেছেন হাসারাঙ্গা। হাসারাঙ্গা জুনে ম্যাচপ্রতি ১০.০০ গড়ে মোট ২৬ উইকেট নিয়েছিলেন। একইসঙ্গে বাছাইপর্বের সর্বোচ্চ উইকেট শিকারীও হন তিনি। ওই টুর্নামেন্টে হাসরাঙ্গা ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে ওডিআই ক্রিকেটে টানা তিন ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন। এর আগে বোলার হিসেবে এই কীর্তি ছিল কেবল ওয়াকার ইউনুসের।
শ্রীলঙ্কা বিশ্বকাপের টিকিট কাটার পর হাসারাঙ্গা এমনিতেই খুশি। তার ওপর এমন অর্জন তার আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য এই স্পিনারের, ‘আমি এই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। আমরা ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর এই পুরস্কার পাওয়াটাও শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। আইসিসি পুরুষদের মাসসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সৌভাগ্যবান এবং সম্মানিত।’
২০২২ সালের জুলাই মাসে প্রভাত জয়সুরিয়ার পর হাসরাঙ্গাই প্রথম শ্রীলঙ্কান খেলোয়াড়, যিনি এই পুরস্কার জিতেলেন। তবে তার সঙ্গে মাসসেরা লড়াইয়ে ছিলেন বিশ্বকাপ বাছাইপর্বের আরেক তারকা পারফর্মার জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে জিততে সাহায্য করা তারকা ব্যাটার ট্র্যাভিস হেড।
অন্যদিকে, প্রথমবারের মতো অনুষ্ঠিত মেয়েদের অ্যাশেজে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। যেখানে একমাত্র টেস্ট ম্যাচটি জিতে নেয় অজিরা। সেখানে অলরাউন্ডার গার্ডনার স্মরণীয় পারফর্ম করেছিলেন। ওই ম্যাচেই মোট ১২ উইকেট পেয়েছেন তিনি। একইসঙ্গে ম্যাচটিতে তিনি ব্যাটে করেন ৪০ রান। যার ফলস্বরূপ এলো মাসসেরার পুরস্কার। এর আগে গার্ডনার ২০২২ সালের ডিসেম্বরে প্রথম এই পুরস্কার জিতেছিলেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতেও প্লেয়ার অফ দ্য মান্থ হন তিনি।
গার্ডনারের সঙ্গে মাসসেরার দৌড়ে ছিলেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। তাদের হারিয়ে উচ্ছ্বসিত এই অলরাউন্ডার, ‘যারা আমাকে মাসসেরা আইসিসি মহিলা খেলোয়াড় হওয়ার জন্য ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ