রাঙামাটি পার্বত্য জেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ করে রাখার দায়ে এক মুদি দোকানদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ জুলাই) দুপুরে রাঙামাটি পৌরসভা চত্বর সংলগ্ন মুদি দোকান ইফাত স্টোরের মালিক কামাল উদ্দিনকে এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তিনি রাঙামাটি পৌর এলাকার ৭ নং ওয়ার্ড রসুলপুল গ্রামের আব্দুস সবুরের ছেলে
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান, ইফাত স্টোর থেকে ২৮ কেজি মশুর ডাল, ২৯ লিটার সয়াবিন তেল, ১০ কেজি চাল এবং বিভিন্ন নামে ২০টি অবৈধ টিসিবি কার্ড পাওয়া যায়। এ সময় টিসিবি পণ্য অবৈধ মজুদের অপরাধে ইফাত স্টোরের মালিক মো. কামাল উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, জেলা প্রশাসনের পেশকার নজরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ