আন্তর্জাতিক

রাশিয়ায় দুই সাংবাদিককে হত্যার চেষ্টা

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৩ , ৩:১৭:৪৭

শেয়ার করুন

 

ইউক্রেনের অর্থায়নে দুই রুশ সাংবাদিককে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি। তবে সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনীয়দের এ পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এফএসবি সাতজনকে আটক করেছে। শনিবার (১৬ জুলাই) তাদের বিরুদ্ধে মস্কোর একটি আদালত ‘রাহাজানির’ অভিযোগে অভিযোগ গঠন করেছে। আদালত অভিযুক্তদের আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আটক রাখার অনুমোদনও দিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এফএসবি দাবি করেছে, আটককৃতরা রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটির প্রধান সাংবাদিক মার্গারিতা সিমোনান এবং কেসেনিয়া সোবচাকের বাড়ির কাছে নজরদারি চালিয়েছিল। এরপর শুক্রবার তাদের আটক করা হয়।

আটককৃত সাতজনের মধ্যে পাঁচজনের বয়স ১৮ বছরের নিচে। আর বাকি দু’জন প্রাপ্ত বয়স্ক।

রাশিয়ান বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এফএসবি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ওই সাত অভিযুক্ত স্বীকার করেছে ইউক্রেনের হয়ে দুই নারী সাংবাদিককে হত্যার পরিকল্পনা করেছিল তারা। আর তাদের কথা দেওয়া হয়েছিল, একজনকে হত্যা করতে পারলে ১৫ লাখ; আর দুইজনকে হত্যা করতে পারলে ৩০ লাখ রুবল দেওয়া হবে।

আরটির প্রধান মার্গারিতা সিমোনান এ হত্যা পরিকল্পনা সম্পর্কে টেলিগ্রাম অ্যাপে একটি পোস্ট করেছেন। তিনি এফএসবি কর্মকর্তাদের প্রশংসা করে বলেছেন, ‘ভালো কাজ চালিয়ে যান, ভাইয়েরা।’

অপরদিকে কেসেনিয়া সোবচাক বলেছেন, যদি হত্যাচেষ্টার পরিকল্পনা সত্যি হয় তাহলে ‘যারা এটি নস্যাৎ করে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’ তবে এফএসবির এ দাবির সত্যতা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন তিনি।

এদিকে গত বছর ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ভেতর বোমা হামলা চালিয়ে সাংবাদিক দারইয়া দুগিনা ও সামরিক ব্লগার ভ্লাদলেন তাতার্স্কিতেক হত্যা করা হয়। রাশিয়া দু’টি ঘটনায় ইউক্রেনকে দোষারোপ করেছে।

 

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content