সরকার পতনের দাবিতে বড় সমাবেশ করবে বিএনপি। আগামী ১২ই জুলাই ঢাকার নয়া পল্টনে এই সমাবেশ করার কথা হয়েছে।এই সমাবেশ থেকে এক দফার ঘোষণা আসতে পারে এমনটাই বলছেন দলটির নেতারা।
শনিবার রাতে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জানা যায়, আগামী ১২ই জুলাই দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা ভাবছেন দলের শীর্ষ নেতারা। এরই মধ্যে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনকে বার্তা দেয়া হয়েছে।
রোববার বিকেলে এ নিয়ে যৌথ সভা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। যদিও আনুষ্ঠানিকভাবে ১২ই জুলাই ঢাকায় সমাবেশের বিষয়টি স্পষ্ট করেনি বিএনপি।
দলটির একাধিক নেতা জানান, চলতি সপ্তাহে সরকার পতনের একদফা আন্দোলন ঘোষণা করতে চায় বিএনপি। ঢাকায় যে কোন একটি বড় সমাবেশের মধ্য দিয়ে একদফা ঘোষণা করা হতে পারে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ