রাজনীতি

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক বিএনপির সমমনাদের

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ১২:১৮:৩০

0Shares

শেয়ার করুন

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা সমমনা দলগুলো।

শনিবার (২২ জুলাই) জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আলাদা করে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের তারুণ্যের মহাসমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ একথা জানিয়েছেন।

অন্যদিকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে তোপখানা রোডে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ সম্পর্কে বলেন, আমরা আগামী ২৭ জুলাই ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছি।

আর ১২ দলীয় জোটের সিদ্ধান্তের বিষয় নিয়ে এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আমাদের পক্ষ থেকেও ২৭ জুলাই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

গত ১২ জুলাই বিএনপি নয়াপল্টনে সমাবেশ থেকে একদফার দাবিতে কর্মসূচি ঘোষণা করে। ওইদিন যুগপৎ আন্দোলন করা দলগুলোও আলাদা প্লাটফর্ম থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content