প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ১২:৪৬:০৭
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ফল ঘোষণা চলছে। ফল ঘোষণা করছেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফল ঘোষণা শুরু হয়।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ৬৪৮৫টি ভোট পেয়ে এগিয়ে আছেন। একতারা প্রতীকে তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ১৫৩৫টি ভোট পেয়েছেন।
এছাড়া গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ১২৮ ভোট, ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন ১৯ ভোট, ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ১৩ ভোট, ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ১০ ভোট, সোনালী আঁশ প্রতীকের প্রার্থী ৪২ ভোট এবং লাঙল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান ৩৮৬টি ভোট পেয়েছেন।
সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।