রাজনীতি

আদালতে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের ধাক্কাধাক্কি

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ১০:০৫:১৩

শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ করছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটে। বুধবার সকাল থেকেই আদালত চত্বরে বৃষ্টি উপেক্ষা করে মাথায় ও মুখে কালো কাপড় বেঁধে আন্দোলন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটে।

 

আজ বুধবার তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায়ের দিন ধার্য রয়েছে। দুপুর ৩ টার দিকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এই মামলায় রায় হতে পারে বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট তাপস পাল।

আদালতের সামনে অবস্থান নিয়ে বিএনপিপন্থি আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক ফরমায়েশী রায়ের দিন বলে আখ্যায়িত করেছেন। তিনি এ মামলা মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবি জানান।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content