সারাদেশ

খাদ্য গুদামের ৪৫ লাখ টাকার খাদ্যশস্য উধাও

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ১০:৩০:৪৬

শেয়ার করুন

পরস্পর যোগসাজশে খাদ্য গুদামের ৪৫ লাখ টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে গাইবান্ধা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ আগস্ট) দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

আসামিরা হলেন- গাইবান্ধা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক মো. জিয়াউর রহমান, দিনাজপুরের রানীগঞ্জের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, মিলার মেসার্স শিপন চালকলের মালিক মো. মশিউর রহমান মোল্লা, মেসার্স হাবিবুর চালকলের মালিক মো. হাবিবুর রহমান, মেসার্স আসাদ চালকলের মালিক মো. মাহবুবর রহমান ও মিলার মেসার্স রিমা চালকলের মালিক মো. আলতাফ হোসেন।

আসামিরা পরস্পর যোগসাজশে বোনারপাড়া এলএসডির ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫০ টাকা মূল্যমানের খাদ্যশস্য আত্মসাৎ করায় দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়েছে।


শেয়ার করুন