সারাদেশ

টাঙ্গাইলে পিকআপ উল্টে ২ ব্যবসায়ী নিহত

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৪:৩০:৫৩

শেয়ার করুন

 

টাঙ্গাইলের মির্জাপুরে আম বোঝাই পিকআপ উল্টে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে জামুর্কী সেতুর কাছে এ ঘটনা ঘটে

নিহতরা হচ্ছেন- নরসিংদী জেলার আরিফুল ইসলাম (২৩) ও অর্থ বর্মণ (১৫)।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আম বোঝাই একটি পিকআপ সকাল পৌনে ৯ টার দিকে মহাসড়কের জামুর্কী সেতুর কাছে এসে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।

পরে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে অর্থ বর্মণের মৃত্যু হয় এবং আহত অবস্থায় আরিফুল ইসলামকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content