জাতীয়

দুই মার্কিন কংগ্রেসম্যান ঢাকায় আসছেন আজ

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ২:৫০:১৪

শেয়ার করুন

যুক্তরা‌ষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক বাংলা‌দেশ সফ‌রে আস‌ছেন। আজ শ‌নিবার (১২ আগস্ট) বাংলাদেশ সফরে আসবেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূট‌নৈ‌তিক সূ‌ত্রে জানা গে‌ছে, চার দিনের সফরে কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শ‌নের পাশাপা‌শি রাজনৈতিক দলগু‌লোর স‌ঙ্গে বৈঠক কর‌বেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জানান, যুক্তরা‌ষ্ট্রের দুই কং‌গ্রেস সদস্যের মধ্যে এড কেইস ডেমোক্র্যাট পার্টির সদস্য। আরেক কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক রিপাবলিকান পার্টির।

বুধবার (৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন গণমাধ্যম‌কে জানান, যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে দেশটির ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির দুই কংগ্রেস সদস্য বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকা‌রের উদ্যোগে তারা এখা‌নে এসে দেখ‌বেন দেশ‌টির অর্থায়ন কীভাবে কাজে লাগানো হ‌চ্ছে। রো‌হিঙ্গা‌দের অর্থায়ন নি‌য়ে চলমান সংকট নি‌য়ে নতুন কো‌নো পদ‌ক্ষেপ নেওয়া যায় কি না, সে‌ বিষ‌য়ে তারা স‌রেজ‌মি‌নে রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শন কর‌বেন।

দুই মা‌র্কিন কংগ্রেস সদস্যের সফ‌রের কারণ জান‌তে চাইলে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, তারা মূলত রো‌হিঙ্গা ইস্যুতে বাংলা‌দেশ সফ‌রে আস‌বেন। তারা রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শন কর‌বেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তা‌দের বৈঠক হ‌বে।

তবে অন্যান্য সূত্র ও কূট‌নৈ‌তিক সূত্রমতে, বাংলা‌দে‌শে সফ‌রে দুই মা‌র্কিন কং‌গ্রেস সদস্য রাজ‌নৈ‌তিক দলগু‌লোর স‌ঙ্গে বৈঠক কর‌বেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতা‌দের স‌ঙ্গে বৈঠকে বস‌বেন। নির্বাচনসহ বাংলা‌দে‌শের সা‌র্বিক রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি সম্পর্কে জান‌তে চাইবেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content