প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ১০:০৪:৪১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করছে দলটি। বৃষ্টির কারণে দলীয় কার্যালয়ের সামনে হাঁটু পানিতে অবস্থান নিয়েই সমাবেশ শুরু করেছে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা দক্ষিণ মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন খলিলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশটি আজ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে যথাসময়ে শুরু হয়নি। তবে বৃষ্টি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন দলটির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে হাঁটু পানিতে তাদের অবস্থান নিতে দেখা গেছে।
এদিকে, জুমার পর বৃষ্টি হওয়াতে নয়াপল্টন এলাকা পানিতে ডুবে গেছে। তাই এখনও সমাবেশ শুরু করতে পারেনি দলটি। তবে বিএনপির নেতাকর্মীদের মঞ্চের উপরে উঠে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।
bnpসরেজমিনে দেখা যায়, সমাবেশে অংশ নিতে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় এসেছেন। বৃষ্টির পানিতে নয়াপল্টন এলাকা তলিয়ে যাওয়ায় বিভিন্ন মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন তারা। সেখানে অবস্থান করে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিচ্ছে। এছাড়াও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। বৃষ্টি হওয়াতে মঞ্চের আশপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে। তবে দলের নেতাকর্মীরা মঞ্চের উপরে উঠে বিভিন্ন শ্লোগান দিচ্ছে। মঞ্চের সামনে রাখা চেয়ারে বসে নারী নেত্রীরা স্লোগান দিতে দেখা গেছে।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় গত বুধবার (২ আগস্ট) তারেক রহমানকে ৯ বছর ও ডা. জুবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। ওই রায়ের প্রতিবাদে গতকাল দেশজুড়ে বিক্ষোভ করে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যে রাজশাহী, গাজীপুর ও খুলনা মহানগর; ফরিদপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নীলফামারী, সুনামগঞ্জ, শরীয়তপুর, খুলনা ও কিশোরগঞ্জ জেলা; নাটোরের সিংড়া উপজেলা ও কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শাখার নেতাকর্মীরা বিক্ষোভ করে রায় বাতিলের দাবি জানান।