সারাদেশ

নলছিটি খাদ্য গুদামে অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ২:২৯:৪৯

শেয়ার করুন

ঝালকাঠির নলছিটি খাদ্য গুদামে ১৬০ মেট্রিক টন পুরাতন আমন চালকে নতুন সংগ্রহ করা বোরো চাল দেখিয়ে ২নং গুদামের ৪টি খামালে সংরক্ষণের মাধ্যমে গুদাম কর্তৃপক্ষ ২২ লাখ ৪০ হাজার টাকার আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল থেকে বিকেলে পর্যন্ত ২য় দিনের মতো গুদামে অভিযান চালিয়ে প্রমাণ পায় দুদক। এরআগে বুধবার অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা পেয়ে চূড়ান্ত তদন্তের জন্য গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা, নলছিটি সহকারী কমিশনার (ভুমি) সমাপ্তি রায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতাউর রহমানের উপস্থিতিতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম অভিযোগের সত্যতা স্বীকার করেন।

দুদকের উপ পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। তদন্ত প্রতিবেদন তৈরি করে আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content