আন্তর্জাতিক

নির্বাচনের ফল উল্টে দেয়ার ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্প

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৫:৩৩:৩৪

শেয়ার করুন

ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল চার্জে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয়কে ঢেকে ফল উল্টে দেয়ার ষড়যন্ত্রে তিনি অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে চার দফা অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রকে প্রতারণার ষড়যন্ত্রে ফেলা, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যকে কারসাজি করা এবং নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এর মধ্য দিয়ে ওই নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ২০২১ সালের ৬ই জানুয়ারি সংঘটিত দাঙ্গা তদন্তের ইতি ঘটলো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ডনাল্ড ট্রাম্পের বয়স এখন ৭৭ বছর। তিনি আবার আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী মাঠে এরই মধ্যে নেমে পড়েছেন। তিনি কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে আনীত এই মামলাকে তিনি উদ্ভট বলে অভিহিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

এরই মধ্যে তিনি অন্য দুটি মামলায় অভিযুক্ত হয়েছেন। সেগুলো হলো- রাষ্ট্রীয় গোপন দলিল ভুলভাবে অন্য জায়গায় রাখা এবং একজন পর্নো তারকার মুখ বন্ধ রাখার জন্য তাকে মিথ্যা কথা বলার জন্য অর্থ দেয়া।
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে এখনও মেনে নিতে পারেননি ট্রাম্প। কোনোরকম প্রমাণ ছাড়া তিনি দাবি করছেন ওই নির্বাচন ছিল জালিয়াতির। নির্বাচনের দুই মাসের মধ্যে ক্যাপিটল হিলে যখন ৬ই জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তুতি চলছিল, তখন ওয়াশিংটন ডিসিতে সমর্থকদের উস্কে দেন ট্রাম্প।

তারা ঝড়ো গতিতে ক্যাপিটল হিলে প্রবেশ করে সবকিছু তছনছ করে। ভাঙচুর করে। সেদিন কমপক্ষে ৫ জন নিহত হন। ক্যাপিটল হিলে উপস্থিত ট্রাম্পের সময়ের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অন্যদের নিয়ে নিরাপদে সরে যান।

এ ঘটনা সারাবিশ্বে ব্যাপক আলোচিত-সমালোচিত। ফলে স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথকে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় তদন্তকারী হিসেবে নিয়োগ করে। তিনি বুধবার সন্ধ্যায় বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি ২০২১ সালের ৬ই জানুয়ারির হামলা ছিল অপ্রত্যাশিত এক আক্রমণ। অভিযোগে বলা হয়েছে, এর পুরোটাতে মিথ্যাকে কেন্দ্র করে উস্কানি দেয়া হয়েছিল। তিনি আদালতে এদিন দ্রুত বিচার কামনা করে সংক্ষিপ্ত বিবৃতি শেষ করেন। তবে সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত না করা পর্যন্ত নিরপরাধী বলে ধরে নেয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আদালতে উপস্থিত হওয়ার কথা ডনাল্ড ট্রাম্পের। তার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছেন তদন্তকারীরা তাতে ৬ জন অজ্ঞাতনামা সহ-ষড়যন্ত্রকারীর নাম আছে। এর মধ্যে চারজন আইনজীবী, একজন আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং একজন রাজনৈতিক পরামর্শদাতা। আদালতের ডকুমেন্টে ডনাল্ড ট্রাম্পকে অসততা, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা, বাধা দেয়া এবং পরাজিত করার ষড়যন্ত্র বলে অভিযুক্ত করা হয়েছে।

২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন ট্রাম্প। তার এই অভিযোগের জবাবে প্রসিকিউটররা বলেছেন, তার এই অভিযোগ মিথ্যা। বিবাদী (ট্রাম্প) জানতেন তিনি যে অভিযোগ করছেন তা মিথ্যা। ঘটনার দিন ৬ই জানুয়ারি জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে সার্টিফাই করার আগে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়া বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন এবং তাতে মাইক পেন্সকে রাজি করাতে ব্যর্থ হন ট্রাম্প।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content