বিনোদন

বর্ণবৈষম্যের শিকার শাহরুখকন্যা

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ১২:০৮:২৪

শেয়ার করুন

বাবা-মায়ের খ্যাতির ছোঁয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন বলিউডের স্টারকিডরাও। সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই তাদের নিয়ে। পাপারাজ্জিদের লেন্সও নিয়মিত তাড়া করে বেড়ায়। স্টারকিডদের মধ্যে অন্যতম শাহরুখ খানের কন্যা সুহানা খান। এরইমধ্যে তারকা হয়ে উঠেছেন তিনি। এবার বর্ণবৈষম্যের শিকার হতে হলো তাকে।

জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ডের লিপস্টিকের বিজ্ঞাপনে সম্প্রতি দেখা গেছে সুহানাকে। মেকআপ আর গ্ল্যামারের চাকচিক্যে শাহরুখকন্যাকে চেনাই দায়! আর সেই ছবি ভাইরাল হতেই বর্ণবৈষম্যের শিকার হলেন বলিউড বাদশার মেয়ে। ওই বিজ্ঞাপনে কালার কারেকশনের দৌলতে সুহানার ফরসা রং দেখে হইচই করে উঠেছেন নেটিজেনরা। তাদের প্রশ্ন, ‘গায়ের রং ফরসা করার কী দরকার?’

কারও কটাক্ষ, ‘সুহানা খান কালার কারেক্টেড প্রো ম্যাস্ক।’ আবার কারও মন্তব্য, ‘ওকে তো অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’ কেউ বলছেন, ‘অন্তত ওকে ফরসা না করে লিপস্টিকের অন্য শেড তো দিতে পারত, যেটায় ওকে মানায়।’ কারও বিদ্রুপ, ‘সুহানার মতো গায়ের রঙে ওরা প্যানকেক মেকআপ কেন ব্যবহার করেছে। মোটেই মানায়নি।’

নেটাগরিকদের এই কটাক্ষের সঙ্গে পরিচিত সুহানা। এর আগে ভারতের আলিবাগের রায়গড় জেলায় প্রায় দেড় একরের মতো জমি কিনে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। এবার হলেন বর্ণবৈষম্যের শিকার।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content