খেলাধূলা

বার্লিনে দলগত ব্যর্থতা অব্যাহত

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৪:১৬:৫৮

শেয়ার করুন

 

জার্মানির বার্লিনের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স অব্যাহত আছে। ক্রমাগত নিম্নমুখী পারফরম্যান্সের ফলে দলগত একটি ইভেন্টেও বাংলাদেশ এলিমিনেশন রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি। গতকাল রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র ইভেন্টের পর আজ কম্পাউন্ড মিশ্র ইভেন্টেও এলিমিনেশন রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশি আর্চাররা।

বাংলাদেশ আর্চারি দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিকের নিজের শহর বার্লিন। নিজ শহরে আর্চারদের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন তিনি, ‘এটা আসলে খুব দুঃখজনক আমরা দলগত ইভেন্টে কোয়ালিফাই-ই করতে পারলাম না। তিনটি ইভেন্টেই খুব স্বল্প পয়েন্টে আমরা বাদ পড়েছি

 

বার্লিনের তাপমাত্রা এখন ১৮ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে রয়েছে বৃষ্টি ও বাতাস। আর্চারির অনুকূল আবহাওয়া না হলেও এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না, ‘আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকলেও এটা বাজে পারফরম্যান্সের জন্য অজুহাত হতে পারে না।’

আগামীকাল রিকার্ভ ও কম্পাউন্ড উভয় বিভাগে ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে। সেটা নিয়ে আশা করছেন মার্টিন, ‘দলগত ইভেন্টে খারাপ করলেও ব্যক্তিগত ইভেন্টে ভালো পারফরম্যান্স আশা করছি। দেখা যাক কাল কি হয়।’

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content