রাজনীতি

বৃষ্টির বাধা পেরিয়ে চলছে বিএনপির সমাবেশ

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ১০:০৯:৩৯

শেয়ার করুন

 

অবশেষে বৃষ্টির বাধা পেরিয়ে শুরু হয়েছে বিএনপির প্রতিবাদ সমাবেশ। শুক্রবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে সাজা দেওয়া প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সমাবেশ শুরু হলেও এখনো সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। যার কারণে নেতাকর্মীদের অনেকে সড়ক বিভাজকের ওপরে অবস্থান নিয়েছেন।

এদিকে বিএনপি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content