খেলাধূলা

মেসিদের ম্যাচের টিকিট শেষ ১০ মিনিটেই

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ৯:৫৬:২৫

শেয়ার করুন

 

বিশ্বজয়ের পর লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির হয়ে অভিষেক ম্যাচ থেকেই বাজিমাত করেছেন তিনি। প্রতি ম্যাচেই গোল করে দেশটির ফুটবল প্রেমীদের নতুন করে মজিয়েছেন তাঁর পায়ের জাদুতে। এমন অবস্থায় মিয়ামির খেলা মানেই টিকিটের সঙ্কট।

আগামী রবিবার লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে মাঠে নামবে মিয়ামি। ফুটবল জাদুকর মিয়ামিতে যোগ দেয়ার পর এটিই হবে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। দলটির এই ম্যাচের টিকিটও ছাড়ার দশ মিনিটের মাথায়ই শেষ হয়ে গিয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রীয় গণমাধ্যম দ্যা এথলেটিক তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ামি আর ডালাসের মধ্যকার লিগস কাপের ম্যাচের টিকিট ছাড়ার ১০ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। আর যেসব টিকিট পুনরায় বিক্রি করা যায় এমন টিকিটেরও দাম ওঠেছে নয় হাজার ডলারের কাছাকাছি।

উল্লেখ্য, মেসির কারণে দেশটির ফুটবলে টিকিটের দামে এমন উত্থান-পতন নতুন কিছু নয়। এর আগে মেসির মিয়ামিতে যাওয়ার ঘোষণা দেয়ার পর তাঁর অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়েছিল সর্বোচ্চ ১০০০ শতাংশ। এছাড়া, ফুটবল জাদুকর দল্টিতে যোগ দেয়ার পর মিয়ামির ক্রীড়া সরঞ্জাম বিক্রিও বেড়েছে রেকর্ড পরিমাণে।

এদিকে মিয়ামির জার্সিতে এখনো পর্যন্ত স্বভাব সুলভ জাদু দেখিয়েই যাচ্ছেন মেসি। অভিষেক ম্যাচে ফ্রি কিকে দুর্দান্ত গল করে দলকে জয় এনে দেয়ার পর পরের দুই ম্যাচেও জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি। ফলে ক্লাবটির জার্সিতে মাত্র তিন ম্যাচ খেলেই পাঁচ গোলের মালিক বনে গেছেন তিনি।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content