রাজনীতি

শুক্রবার ঢাকায় ও শনিবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল বিএনপি’র

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ১০:২৪:৫৪

শেয়ার করুন

সরকার পতনের একদফা দাবিতে আবারো ২ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। নতুন কর্মসূচি হিসেবে আগামী শুক্রবার ঢাকায় ও শনিবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল করবে দলটি। অভিন্ন দাবিতে একই কর্মসূচি পালন করবে সরকারবিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর নেতারা। এনিয়ে একদফা আন্দোলনের পঞ্চম ধাপের কর্মসূচি পালন করবে বিএনপি। গত সোমবার রাতে বিএনপি’র নীতিনির্ধারণী ফোরামে কালো পতাকা কর্মসূচি চূড়ান্ত করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। স্থায়ী কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সরকারের পতনের দাবিতে আগস্টের আন্দোলনকে প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। আগামী মাসের প্রথম দিকে ঢাকায় অবস্থান ও ঘেরাওয়ের মতো কর্মসূচি নিয়ে ভাবছেন বিএনপি’র শীর্ষ নেতারা। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও ফরমায়েশি রায়ের প্রতিবাদে পৃথক কর্মসূচির কথাও ভাবছেন তারা।

এদিকে সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো। সূত্র জানায়, আগামী মাসেই চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে সরকারবিরোধী দলগুলো। মাসের শুরু থেকেই লাগাতার কর্মসূচি দিয়ে রাজপথে থাকতে চান নেতারা।

 

এজন্য নেতাকর্মীদের প্রস্তুতকরণের পাশাপাশি আন্দোলনের রোডম্যাপ তৈরি করছেন দলগুলোর শীর্ষ নেতারা।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content