রাজনীতি

সেপ্টেম্বরের শুরুতে আওয়ামী লীগের সমাবেশ

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ১১:০২:৪৬

শেয়ার করুন

আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিন ‘তারুণ্য নির্ভর সমাবেশ’এবং দ্বিতীয় দিন সুধীজনদের নিয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। উভয় সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবারের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ভাবগাম্ভীর্যের সাথে পালনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী ২ সেপ্টেম্বরের সমাবেশে মহাসমুদ্র দেখার অপেক্ষায় আছি আমরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা ইস্পাতের মতো শক্তি নিয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গি মোকাবিলা ও প্রতিরোধ করতে প্রস্তুত।

আওয়ামী লীগের নেতাকর্মীদের ’৭১ থেকে ২১ আগস্টের বিপ্লবী সৈনিক আখ্যায়িত করে তিনি বলেন, পঁচাত্তরের পর যে লড়াই করেছি, তা ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। ৭৫-এর পর এদেশের সবচেয়ে বড় অর্জনের নাম শেখ হাসিনা, তার নেতৃত্বেই সকল উন্নয়নের অর্জন। এদেশের ইতিহাসের পাতায় দুটি নাম অমর বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content