সব ধরনের তেলে ৭ শতাংশ কমিশনের দাবিতে রোববার (২৭ আগস্ট) সংবাদ সম্মেলন ডেকেছে পেট্রোল পাম্প মালিক সমিতি। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানা হলে তেল উত্তোলন বন্ধের ঘোষণা দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
শনিবার (২৬ আগস্ট) পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মিজানুর রহমান রতন বলেন, আমাদের দাবি বিক্রি পর্যায়ে ৭ শতাংশ কমিশন দিতে হবে। আমরা দাবি নিয়ে যতবারই মন্ত্রণালয়ে গিয়েছি, ততবারই আশ্বাস দেওয়া হয়েছে। তবে তা বাস্তবায়ন হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল আমরা সংবাদ সম্মেলন ডেকেছি।দাবি না মানা হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে তেল উত্তোলন বন্ধ রাখব।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ