সারাদেশ

আশুলিয়ায় ২০ কেজি গাঁজাসহ আটক ২

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ১২:২০:৪২

0Shares

শেয়ার করুন

সাভার উপজেলা প্রতিনিধি-ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ২০.৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৪। শনিবার (০৫ আগস্ট) বিকাল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

আটক মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. আক্তার হোসেন (২২) ও মো. এনামুল মিয়া (২৫)
লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, শুক্রবার (০৪ আগস্ট) বিকালে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ২০.৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, আটক কৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মোঃ আব্দুল কাদের/


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content