বাংলাদেশের নতুন ক্লাব বসুন্ধরা কিংস। একের পর এক ইতিহাস গড়ছে তারা। ঘরোয়া নানা রেকর্ড অর্জনের পাশাপাশি এবার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবস্থানে যাচ্ছে ক্লাবটি। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে আগামীকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের অন্যতম দল শারজা এফসির মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯ টা ৩৫ মিনিটে। টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।
শারজাহ এফসি শক্তিমত্তায় অনেক এগিয়ে। এর উদাহরণ দিতে ক্লাবটির বিদেশি ফুটবলারদের দিকে তাকালেই যথেষ্ট। দলটিতে আছেন একসময় বার্সেলোনায় খেলা দুই বড় তারকা বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ ও অন্যজন স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসার। এছাড়া আছেন সাবেক গ্রিক ডিফেন্ডার কোসতাস মনোলাসও। চার ব্রাজিলিয়ানও মাঠ মাতানোর অপেক্ষায়।
কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, 'অনেক গরম। এই কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি সবাই।’ এই ম্যাচ হারলেই চ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ হবে বাংলাদেশের ক্লাবটির। এই প্রসঙ্গে অস্কার বলেন, ‘আমরা চেষ্টা করবো যা সুযোগ আসবে তা কাজে লাগাতে। যথাসম্ভব ভালো ফল করার দিকে লক্ষ্য থাকবে আমাদের। এছাড়া মানের দিক দিয়ে আমরা কোথায় আছি তাও পরিষ্কার জানা যাবে।’
অন্য দিকে ঢাকা আবাহনী আজ সিলেটে গিয়ে অনুশীলন করেছে। পরশু দিন সিলেটে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে এএফসি কাপের প্লে অফ খেলবে বাংলাদেশের আবাহনী।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ