প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ৪:৫৬:০৪
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে গির্জায় প্রার্থনারত মানুষের ওপর বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীও রয়েছে বলে জানা গেছে। গত রোববার দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত একটি গির্জায় এই হামলার ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স বলছে, রোববার কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গির্জায় প্রার্থনারত উপাসকদের ওপর মিলিশিয়া সন্ত্রাসীদের নির্বিচারে গুলিবর্ষণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা এবং সুশীল সমাজের এক নেতা সোমবার জানিয়েছেন।