ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। পৌরসভার হিসাব বলছে, শহরে ২৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় শিশু ও প্রবীণদের নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা। এর মধ্যেই শহরের সব স্কুলের জন্য নির্দেশনা জারি করেছে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ।
নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গুর সংক্রমণ এড়াতে পরিষ্কার রাখতে হবে স্কুলের ছাদ ও আশপাশের এলাকা। তাছাড়া প্রতিটি ছাত্রছাত্রীকে ফুল হাতার ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, টানা দুবার ডেঙ্গুতে আক্রান্ত হলে বিপদ বাড়ে। অনেক সময় উপসর্গ নামমাত্র হওয়ায় ডেঙ্গু হয়েছে কি না টের পান না আক্রান্তরা। শুধু আইজিজি বা ডেঙ্গুর ইমিউনোগ্লোবিউলিন জি টেস্ট করলেই ধরা পড়ে ডেঙ্গু শরীরে প্রবেশ করেছে কি না। মঙ্গলবার (৮ আগস্ট) সেই আইজিজি কীট কলকাতা পৌরসভাকে দেওয়ার কথা দিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যদপ্তর।
এদিন কলকাতা পৌরসভাকেও ডেঙ্গুর স্ট্রেন চিহ্নিত করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। যেখানে বলা হয়েছে, জ্বরের সঙ্গে প্রস্রাব কম হচ্ছে, গায়ে হাত পায়ে মারাত্মক ব্যথা– এমনটা দেখলেই সতর্ক হতে হবে। পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে চিহ্নিত করার কাজ করবেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ