রাজনীতি

কারাগারে হঠাৎ অসুস্থ মাওলানা সাঈদী, হাসপাতালে ভর্তি

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৯:৪৪:৩৪

0Shares

শেয়ার করুন

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিমপুর কারাগার-১ এর জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, বিকালে হঠাৎ বুকে ব্যাথা উঠলে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা বিবেচনা করে সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ মানবজমিনকে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ি তাকে সুপারিশকৃত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, আমরা বিকালে তার অসুস্থতার সংবাদ পেয়েছি।
২০১০ সালের ২৯শে জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন জামায়াত ইসলামীর এই সাবেক নায়েবে আমির।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content