১৪ বছরের এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে উইসকনসিনের মনরো কাউন্টির ৭৪ বছর বয়সী এক প্রাক্তন প্রাইভেট স্কুল শিক্ষিকাকে। সাজার মেয়াদ বেশ বড়। অপরাধের জেরে ৬০০ বছরের কারাদণ্ডের মুখোমুখি অ্যানি এন. নেলসন-কোচ নামের ওই শিক্ষিকা। উইসকনসিন স্টেট জার্নাল রিপোর্ট অনুসারে, ১৪ বছর বয়সী ওই ছাত্রের ওপর একাধিকবার যৌন নির্যাতন করেছেন অ্যানি। ২৫ টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে।
উইসকনসিনের টমাহ শহরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা নেলসন-কোচ ২০১৬-১৭ সালের মধ্যে স্কুলের বেসমেন্টে নিয়ে গিয়ে ওই ছাত্রকে বেশ কয়েকবার যৌন নিগ্রহ করেছিলেন বলে জানা গেছে।
নেলসন-কোচের বয়স তখন ছিলো ৬৭। তিন দিনের ট্রায়ালের পর জুরিরা ৫ ঘন্টার মধ্যে নেলসনকে দোষী সাব্যস্ত করেন। মামলা প্রসঙ্গে সহকারী জেলা অ্যাটর্নি সারাহ এম স্কাইলস বলেছেন, অপরাধের শিকার ওই ছেলেটি সাহসিকতার সঙ্গে সবটা জানিয়েছে।
মামলার রায় শোনার পর বিচারকদের নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন একদা শিক্ষিকার হাতে নিগৃহীত ওই তরুণ। মনরো কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কেভিন ক্রোনিঙ্গার বয়ান অনুসারে নেলসন-কোচকে তার জঘন্য অপরাধের জন্য ৬০০ বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ