প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৯:৩৩:৪৯
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত সাড়ে দশটার দিকে হাসপাতালে যান তিনি। রাত সাড়ে ১১ টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব । এর আগে শুক্রবার রাতেও চেয়ারপাসনকে দেখতে গিয়েছিলেন মির্জা ফখরুল । সেদিন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি । পরে বলেছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উদ্বিগ্ন। তারা উন্নত চিকিৎসা করাতে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুসারে ব্যবস্থা নিতে তিনি আহ্বান জানিয়েছিলেন।
গত ৯ই আগস্ট রাতে খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি।