জাতীয়

জাতির পিতার প্রতিকৃতিতে পরিবেশমন্ত্রীর শ্রদ্ধা

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৬:৫০:০৬

0Shares

শেয়ার করুন

 

 

 

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন।

মন্ত্রী এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত জাতির পিতার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক, বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, বিএফআইডিসি’র চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content