আন্তর্জাতিক

জাতীয় নির্বাচন ও ড. ইউনূসকে হয়রানির প্রসঙ্গে যা বলছে জাতিসংঘ

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ১১:০৬:২১

0Shares

শেয়ার করুন

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ‘টার্গেট’ করার বিষয় উত্থাপন হয়েছে জাতিসংঘে। এ সময়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক আবারও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। সোমবারের নিয়মিত ব্রিফিংয়ে তার কাছে একজন সাংবাদিক জানতে চান, সম্প্রতি বিচারিক হয়রানি করতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে টার্গেট করা হয়েছে। এতে তার নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ১৬০ জন প্রভাবশালী বিশ্বনেতা চিঠি লিখেছেন। এর মধ্যে আছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ১০০ ব্যক্তি। আছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সামনে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নিশ্চিত করতে এবং সব রকম মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তারা। প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এ অবস্থায় এই সঙ্কটজনক সময়ে তার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কি? তার এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমরা আগেও যেমনটা বলেছি, আমরা খুব দেখতে চাই এবং আমি মনে করি সবাই চান বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। প্রফেসর ইউনূসের বিষয়টি আমাকে একটু চেক করে দেখতে হবে।

 

এ বিষয়ে আমি অবহিত নই। তাকে পাল্টা প্রশ্ন করা হয়- বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিরোধী দলীয় নেতার কণ্ঠকে ব্লক করে দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। সোমবারও বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশনকে একটি আদালত নির্দেশ দিয়েছেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রধান বিরোধী দলীয় নেতা তারেক রহমানের সাম্প্রতিক সব ভিডিও বার্তা মুছে ফেলতে হবে। দেশের বাইরে থেকে পিএইচডির একজন শিক্ষার্থী সরকারের সমালোচনা করেছেন। কিন্তু বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে তার মাকে। স্টিফেন ডুজাররিক বলেন, আমি এ বিষয়টিতে অবহিত নই।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content