ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফিচার ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন পেয়েছে বাংলা সিনেমা ‘ঝিল্লি।’
খবরটি জানার পর পর সিনেমার পরিচালক ঈশান ঘোষ বলেন, বিশ্বাস করতে পারছি না। এই সিনেমাটা আমরা কতটা কষ্ট করে তৈরি করেছি সেটা অনেকেই জানেন না। এখনও পর্যন্ত ওরা তো কোনো বড় পুরস্কার পায়নি। কিন্তু আমার সেই দুঃখ যে জাতীয় পুরস্কারের মাধ্যমে পূরণ হবে তা আশা করিনি।
পরিচালক আরও বলেন, এই সিনেমাতে ওরা দু’জন (দুই অভিনেতা দুই অভিনেতা অরণ্য গুপ্ত এবং বিতান বিশ্বাস) ন্যাচারাল ইনস্টিংক্টকে মাথায় রেখে যে ভাবে অভিনয় করেছেন সেটা হয়তো অনেকেই খেয়াল করেননি। সেটা ভাবলে খুব খারাপ লাগত। আজকে সেই দুঃখ অনেকটাই কমে গেল।
এরই পাশাপাশি অডিয়োগ্রাফি বিভাগে সেরা শব্দ পরিকল্পক হিসাবে পুরস্কৃত হয়েছেন ‘ঝিল্লি’ ছবির সাউন্ড ডিজাইনার অনীশ বসু। ঈশান বললেন, আজ আমি ওদের প্রত্যেকের জন্য অত্যন্ত খুশি। আমার মতে, এই পুরস্কার আমাদের পুরো টিমকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে সাহায্য করবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ