ইসলাম

জান্নাতে সর্বপ্রথম কী খাবার খেতে দেওয়া হবে?

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ১১:৪০:১০

শেয়ার করুন

জান্নাতে সর্বপ্রথম খাবার হলো মাছের কলিজা।

এক ইহুদী পাদ্রী রাসূলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞেস করলেন, “জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্ব প্রথম তাদেরকে কী খাবার পরিবেশন করা হবে?” রাসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, “মাছের কলিজা”। ইহুদী জিজ্ঞেস করল, “এর পর কী পরিবেশন করা হবে?” রাসূলুল্লাহ সল্লল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে”। এরপর ইহুদী জিজ্ঞেস করল, “খাওয়ার পর পানীয় কী কী পরিবেশন করা হবে?” রাসূলুল্লাহ সল্লল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, “সালসাবীল নামক ঝর্ণার পানি”। ইহুদী পাদ্রী বলল, “তুমি সত্য বলেছ। [সহীহ মুসলিম ৩/৩১৫ (আন্তর্জাতিক নাম্বার)]

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content