প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ৩:২১:২৭
পূর্ব এশিয়ার দেশ জাপানে আঘাত হেনেছে শক্তিশালী একটি ভূমিকম্প। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড) জানিয়েছে শুক্রবার (১১ আগস্ট) ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের হোককাইদো।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান সংস্থাটি জানিয়েছে, ভূুমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল।
গত মার্চেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল হোককাইদো। রিখটার স্কেলে যা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল বলে জানিয়েছিল দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা। ওই ভূমিকম্পে হোককাইদো ছাড়াও অন্যান্য অঞ্চলগুলো কেঁপেছিল।