সারাদেশ

ট্রেনের বগি লাইনচ্যুত ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ১০:১০:২৫

0Shares

শেয়ার করুন

জেলা প্রতিনিধি- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করার সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি (৭৫০) ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। এতে সময় পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, এখনো উদ্ধারকাজ শুরু হয়নি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার কার্যক্রম শুরু করবে। বর্তমানে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content