খেলাধূলা

তামিম-নাঈমকে নিয়ে যা বলছেন নান্নু

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ৫:৩৮:৫২

শেয়ার করুন

 

 

 

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তানজীদ হাসান তামিম। অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তার ডাক পাওয়া অনেকটাই অনুমিত ছিল। তবে সেক্ষেত্রে কিছুটা চমক বলা যেতে পারে নাঈম শেখের স্থান পাওয়া। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরও তিনি সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। এশিয়া কাপের দলে দুজনের সুযোগ পাওয়া নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আজ (শনিবার) মিরপুরে দল ঘোষণার পর নান্নু বলেন, ‘তানজীদ তামিমকে নিয়ে আমরা নির্বাচকরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কারণ ওকে এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে। সর্বশেষ ইমার্জিং কাপেও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আমরা আশাবাদী ইনশা-আল্লাহ দেশের জন্য ভালো কিছু দিতে পারে সে, আমরাও তার অপেক্ষায় আছি।’

শামীম পাটোয়ারী টি-টোয়েন্টিতে কিছুটা নিয়মিত হলেও, ওয়ানডেতে তার সুযোগ মেলে কম। এ নিয়ে নান্নু বলেন, ‘শামীম আমাদের এইচপিতে ছিল আন্ডার নাইন্টিন থেকে আসার পর। আমাদের টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটার। মাঝখানে ২০২১ বিশ্বকাপের পর পারফরম্যান্স একটু বাজে ছিল। তারপর সেটা কাটিয়ে উঠেছে। যতগুলো সিরিজ গেছে, বিশেষত শেষ টি-টোয়েন্টিতেও যথেষ্ট ভালো খেলেছে। ওর অবশ্যই সামর্থ্য আছে ভালো ক্রিকেট খেলার। ওই আত্মবিশ্বাসেই আমরা ওকে নিয়ে এগোচ্ছি।’

ঘরোয়া ক্রিকেটের সর্বশেষ আসরে করা সর্বোচ্চ রানই নাঈম শেখের জন্য সুযোগ করে দিয়েছে বলে মত প্রধান নির্বাচকের, ‘নাঈম শেখ ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো খেলেছে। ইমার্জিং কাপে খুব একটা ভালো করতে পারেনি কিন্তু স্থির থেকেছে। এর সঙ্গে যেহেতু আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। এজন্য আমরা চিন্তা করেছি ওকে আরেকটু সুযোগ দেওয়া যায়।’

 


শেয়ার করুন