প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ২:৪৯:৫৬
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরে সাহাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড় আখিড়ার মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি সান্তাহার পৌরসভায় চাকরি করতেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী পান্না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে নওগাঁ থেকে সান্তাহারের দিকে যাচ্ছিলেন আব্দুল কুদ্দুস। এসময় ঘটনাস্থলে পৌঁছালে সান্তাহারের দিক থেকে আসা লাইট বিহীন একটি বেপরোয়া গতির একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আব্দুল কুদ্দুস মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে চালক ট্রাক্টরটি নিয়ে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।