বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন। বর্তমানে দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এইচএম এরশাদের ছোটভাই জিএম কাদের। দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে দ্বন্দ্ব চলছে রওশন এরশাদ ও জিএম কাদের মধ্যে।
মঙ্গলবার জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান। এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ