আসন্ন এশিয়া কাপের বাকি এক মাসেরও কম সময়। তাই নিজেদের প্রস্তুত করতে মনযোগী দলগুলো। এই তালিকায় আছে বাংলাদেশও। কিন্তু এই আসরের জন্য এখনও স্কোয়াড চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড নির্বাচন ছাড়াও দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর খেলা নিয়েও দ্বিধায় আছে বোর্ড। তবে এ সমস্যা সমাধানে আজ নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছেন নাজমুল হাসান পাপন।
বেক্সিমকোর ধানমন্ডির অফিসে এই মুহূর্তে বৈঠক করছেন বিসিবি সভাপতি। সঙ্গে আছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচক ছাড়াও কমিটির অন্য দুই সদস্য হাবিবুল বাশার সুমন এবং আবদুর রাজ্জাকও আছেন এ সভায়।
আজ দুপুর তিনটা নাগাদ বেক্সিমকোর অফিসে যান তিন নির্বাচক। তবে এই সভায় বিসিবির অন্য কোনো কর্মকর্তা কিংবা বোর্ড পরিচালক উপস্থিত আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ