ফ্যাসিবাদ সরকারকে সরানোর ওপর জাতির অস্তিত্ব নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতির সবচেয়ে বড় সংকটময় মুহূর্ত এখন। প্রতিটি মুহূর্তে প্রতারণার মধ্য দিয়ে রাষ্ট্র চলছে। দেশের এমন ভয়াবহ অবস্থা বিএনপি কখনও কল্পনাও করেনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, প্রতারক সরকার জাতিকে পুরোপুরি কারাগারে পরিণত করেছে। পশ্চিমা বিশ্ব ও ভারতকে জঙ্গিবাদ দেখাতে চায় সরকার। জঙ্গি বানিয়ে সরকার ফায়দা হাসিলের চেষ্টা করছে।
অভিযোগ করে তিনি বলেন, একটা পাড়া থেকে গহিন জঙ্গলের কথা বলে নিরীহ সাধারণ মানুষদের জঙ্গি বলে তুলে নিয়ে আসল। তারা (আওয়ামী লীগ) দেখাতে চায় যে, বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এদের দমন করতে শুধু তাদেরই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এটা তারা দেখাতে চায় পশ্চিমা বিশ্বকে, ভারতকে। কিন্তু আমরা তো জানি জঙ্গি বলতে তারা।
জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি এই সরকার। তারা আজকে সাধারণ মানুষের ওপর জঙ্গিবাদ, সন্ত্রাস চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে তারা আজকে হত্যা করছে। তাদের অধিকার গুলোকে কেড়ে নিচ্ছে। জঙ্গি তো সেটাই।'
ফখরুল বলেন, এ দেশের মানুষ ধর্মপ্রাণ, এটা তো তাদের পাপ নয়, অপরাধ নয়। যে-সব মানুষ ধর্ম পালন করে, তাদের জঙ্গি বানিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে “জিয়া পরিবারকে খুনি’ বলার তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের নাম একুশে আগস্টের মামলায় জড়ানোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সন্ত্রাস করে না। এবার কোনো কৌশলে কাজ হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, তত্ত্ববধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ