বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, কে করেছিল? জিয়াউর রহমান। তাই বিএনপি নেতাদের মুখে মানবতার কথা মানায় না।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে বিএনপিই আইনের শাসন লঙ্ঘন করে এদেশে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল।
এখন মির্জা ফখরুল সাহেবরা মানবাধিকারের দোহাই দিয়ে আইনের শাসনের কথা বলে কান্নাকাটি করছেন।
হানিফ আরও বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা যখন দেশে এসেছিলেন তখন তার বাবা-মায়ের বাসভবনে দোয়া-মাহফিলের জন্যও তাকে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। এতটাই নিষ্ঠুর আচরণ করেছিলেন ওই সময় জিয়াউর রহমান। এখন তারই দল বিএনপি গণতন্ত্রের কথা বলেন, মানবতার কথা বলেন, তখন কোথায় ছিলো এই মানবতা ও গণতন্ত্র।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ